
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শনিবারের বাজেটে মধ্যবিত্তদের বড় স্বস্তি দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নতুন কর কাঠামো প্রকাশ করেছে কেন্দ্র। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। এর পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে নতুন না পুরনো কর কাঠামো কোনটিতে সুবিধা বেশি মিলবে।
আগামী অর্থবর্ষে ১২ লক্ষ টাকা অবধি কোনও আয়কর লাগবে না। সরকারি ও বেসরকারি সংস্থার চাকরিজীবীদের স্ট্যান্ডার্ড ডিডাকশন যোগ করলে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয় করা কোনও ব্যক্তির আর আয়কর দেওয়ার প্রয়োজন হবে না। ১২ থেকে ১৬ লক্ষ টাকায় করের হার ১০ শতাংশ। ১৬ থেকে ২০ লক্ষে ১৫ শতাংশ। ২০ থেকে ২৪ লক্ষ টাকা আয়ে ২৫ শতাংশ। এরপর ২৪ লাখের বেশি আয় হলে ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে।
বাজেট বক্তৃতায় পুরনো কর কাঠামো নিয়ে কোনও কথা বলেননি নির্মলা। এর ফলে সেখানে কোনও বদল হচ্ছে না। পুরনো কর কাঠামোয় একগুচ্ছ ছাড় পাওয়া যেত। এতে আয়কর আইনের ৮০সি ধারায় পিপিএফ, ইএলএসএস, এলআইসি প্রিমিয়াম, স্বাস্থ্য বিমার প্রিমিয়াম। দু’লক্ষ টাকা পর্যন্ত গৃহ ঋণের সুদ, এইচআরএ এবং এলটিএতে ছাড় পান করদাতা। ৮০ সিসিডি (১বি) ধারা অনুযায়ী এনপিএস প্রকল্পে জমার উপর ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। এই কাঠামোয় ৮৭এ ধারা অনুযায়ী রিবেট সমেত বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত রোজগার করমুক্ত।
পুরনো এবং নতুন কর ব্যবস্থার মধ্যে পার্থক্য কোথায়-
• নতুন কর কাঠামোয় ১২ লক্ষ টাকা আয়ের পরে কর বেশি দিতে হবে। পুরনো কর ব্যবস্থা তখনই লাভজনক যখন করদাতা কর-সঞ্চয়কারী প্রকল্পে ৫.২৫ লক্ষ টাকা বিনিয়োগ করবেন।
• যারা এইচআরএ ছাড়াই ১৩.৭৫ লক্ষ টাকা আয় করেন, তাদের জন্য পুরনো কর ব্যবস্থায় ৫৭,৫০০ টাকা কর দিতে হবে। নতুন ব্যবস্থায় যা ৭৫ হাজার টাকা। এটি ১৫.৭৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রেও তা প্রযোজ্য, তবে এর জন্য সঞ্চয় প্রকল্পে ৫.২৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। এইচআরএ থাকলেও পুরনো কাঠামোয় সাশ্রয় বেশি।
• ২০ লক্ষ টাকা (বেতনভুক্তদের জন্য ২০.৭৫ লক্ষ টাকা) আয়ে নতুন কর কাঠামো পুরনো কর ব্যবস্থার চেয়ে ভাল। সঞ্চয় প্রকল্পে ৫.২৫ লক্ষ টাকা বিনিয়োগ করার পরেও, পুরনো কাঠামো ২.৪ লক্ষ টাকা কর দিতে হবে। যেখানে নতুন ব্যবস্থায় কেবল ২ লক্ষ টাকা কর দিতে হবে। কোনও ছাড় পাওয়া যাবে না।
• নতুন কর ব্যবস্থায় ২৪ লক্ষ টাকা আয়ে করদাতা ৬০,০০০ টাকা সাশ্রয় করতে পারবেন। পুরনো ব্যবস্থায় সঞ্চয় প্রকল্পে ৫.২৫ লক্ষ টাকা বিনিয়োগের পরও ৩.৬০ লক্ষ টাকা কর দিতে হত। যা নতুন ব্যবস্থায় ৩ লক্ষ টাকা।
পাকিস্তানের সঙ্গে সব রকম বাণিজ্য বন্ধ করেছে ভারত, কোন কোনও জিনিসের দাম বৃদ্ধি পেতে পারে এ দেশে
১০ শতাংশ বিনিয়োগ বাড়লেই ১৯ শতাংশ বেশি রিটার্ন, এই বিনিয়োগ কৌশল লাভ দ্বিগুণ করতে পারে
দেশের দুটি ব্যাঙ্কে কমল ফিক্সড ডিপোজিটে সুদের হার, জেনে নিন বিস্তারিত
সুদ পাবেন ১৩ শতাংশ, কোথায় বিনিয়োগ করবেন জেনে নিন এখনই
সঞ্চয় প্রকল্পে অ্য়াকাউন্ট খুলতে পোস্ট অফিসের নতুন নিয়ম, সুবিধা হবে লাখ লাখ গ্রাহকের
কোটিপতি হওয়ার সেরা ঠিকানা দেবে এসআইপি, মাসে কত টাকা বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
চলতি বছরের সেরা ৫ টি মিউচুয়াল ফান্ড, বিনিয়োগেই হবে শ্রীবৃদ্ধি
গৃহঋণ বোঝা নয়, বরং লাভবান হবেন আপনি, কেন জেনে নিন
প্যান কার্ডের ১০ সংখ্যাতেই রয়েছে আপনার যাবতীয় তথ্য, এর মানে জানেন?
গুগল-পে থেকে মিলছে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ, সুদের হার কত? জানুন বিস্তারিত
আর্থিক প্রতিষ্ঠানগুলিকে বিশেষ নির্দেশ আরবিআই-এর, না মানলে সমস্যা হতে পারে ব্যাঙ্কগুলির
অষ্টম বেতন কমিশনে নজর সকলের, ফিটমেন্ট ফ্যাক্টর থেকে কোন সুবিধা পেতে পারেন পেনশনভোগীরা
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন